রবিবার পুরুষরা জিতেছেন এশিয়া কাপের শিরোপা। সোমবার ভারতের মহিলা হকি দল উঠল এশিয়া কাপের সুপার ফোরে। চীনের গঙ্গু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ভারতের মহিলা দল জিতল সিঙ্গাপুরের বিরুদ্ধে। ১২-০ গোলের বড় ব্যবধানে জয় পেল ভারত। মুমতাজ খান ও নবনীত কৌর হ্যাটট্রিক করেন ম্যাচে । এই জয়ের ফলে পুল 'বি ' তে গোলপার্থক্যে জাপানকে পিছনে ফেলে শীর্ষে থেকেই শেষ ছারে জায়গা করে নিল ভারত। প্রথম কোয়ার্টারেই ভারত ৪ গোলে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে ৩গোল , তৃতীয় কোয়ার্টারে চারটি এবং শেষ কোয়ার্টারে একটি গোল করে ভারত। পুল ' বি '-র অন্যান্য ম্যাচে জাপানের বিরুদ্ধে ২-২ ড্র এবং থাইল্যান্ডের বিরুদ্ধে ১১-০ গোলে জয় পেয়েছিল ভারত।
মন্তব্যসমূহ :0