তেহট্টে জনরোষে নিহত উৎপল মণ্ডল ওরফে তেলার বিরুদ্ধে দু’বার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অপহরণ করার অভিযোগ উঠেছিল। ৯ বছরের স্বর্ণাভ বিশ্বাসের দেহ উদ্ধারের পরই উৎপলকে ঘিরে সন্দেহ তা থেকে হতে পারে।
তেহট্ট থানার রঘুনাথপুর পঞ্চায়েতের নিশ্চিন্তপুর গ্রামে অপহরণ করে খুন করে খুন করা হয় নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ৯ বছরের স্বর্ণাভ বিশ্বাস।
গত শুক্রবার শিক্ষক দিবসের দিন, বেলা আড়াইটা নাগাদ বাড়িতে খাওয়া দাওয়া করে পাড়ায় খেলতে বেরিয়েছিল এই কিশোর। বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির গ্রামের আরও অনেকে ছিলেন সেই পরিবারের পাশে। সারাদিন কেটে গেলেও স্বর্ণাভকে পাওয়া যায়নি। শনিবার ভোরে তাদের বাড়ির পিছনের বাঁশঝাড়ের গর্তের মধ্যে স্বর্ণাভর পায়ে থাকা লাল রংয়ের চপ্পল দুটোকে জলে ভাসতে দেখা যায়। গ্রামবাসীরা জলে নেমে খোঁজাখুঁজি করতেই প্লাস্টিকে মোড়া তার নিথর দেহ উদ্ধার হয়।
স্বর্ণাভদের প্রতিবেশী উৎপল মণ্ডল ওরফে তেলার বাড়িতে গিয়ে গ্রামবাসীরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। অভিযোগ, ক্ষিপ্ত গ্রামবাসীদের প্রশ্নবানে জর্জরিত হয়ে একসময় সে ওই ফুটফুটে বাচ্চাকে অপহরণ করে মেরে, প্লাস্টিকে মুড়ে গর্তে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। উত্তেজিত গ্রামবাসীরা তেলাকে মারতে মারতে রাস্তার মোড়ে টেনে নিয়ে আসে। বেধড়ক মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। মারধরে করা হয় স্ত্রী সোমা মণ্ডল এবং তার বড় ছেলের স্ত্রীকেও। বিশাল পুলিশ বাহিনী ৩ জনকে উদ্ধার করে তেহট্ট হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক পরিস্থিতিতে তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন উৎপলের বড় ছেলের স্ত্রী।
স্বর্ণাভর বাবা সত্যেন্দ্রনাথ বিশ্বাস পেশায় টিভি সারানোর মিস্ত্রি। স্বর্ণাভ তাঁদের একমাত্র পুত্র। বাকরুদ্ধ হয়ে গেছে শোকাহত গোটা পরিবার। স্বর্ণাভর বাড়িতে মা বাবা ছাড়াও রয়েছেন দাদু ঠাকমা। পুলিশ তদন্তে নেমেছে। শিশু খুনের কারণ এবং অপহরণ ও খুনের ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
২০১৯ সালে এই তেলার বিরুদ্ধে শিশু অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে গত নভেম্বর মাসে এই নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ফেরত চার ছাত্রকে অপহরণ করে পাচার করার চেষ্টা করে এই তেলা। গ্রামবাসীদের অভিযোগ, এই পরিবার পাচার চক্রের সঙ্গে যুক্ত।
এদিকে ঘটনার পরই নিহত ছাত্রের বাড়িতে ও ঘটনাস্থলে রঞ্জিত মণ্ডল, নীতীশ সরকার, সুলগ্ন ভট্টাচার্য, বলরাম মল্লিক, বিকাশ বিশ্বাস প্রমুখ সিপিআই(এম) নেতৃবৃন্দ ছুটে যান।
পলাশী শ্মশানে শিশু শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর সহপাঠী, স্কুলের শিক্ষক শিক্ষিকারা, খেলার খুদে খুদে বন্ধুরাও ডুকরে ডুকরে কেঁদে উঠেছে স্বর্ণাভর এভাবে চলে যাওয়ায়।
child murder
অপহরণের অভিযোগ আগেও, ছোট্ট স্বর্ণাভের দেহ মিলতেই ক্ষোভের মুখে উৎপল

×
মন্তব্যসমূহ :0