Supreme Court SIR

আধারকে যুক্ত করতে হবে এসআইআরের জন্য বৈধ নথির তালিকায়, নির্দেশ সুপ্রিম কোর্টের

জাতীয়

বিহারে এসআইআরের জন্য আধারকে বৈধ প্রমাণ নথি হিসাবে যুক্ত করতে হবে, নির্বাচন কমিশনকে সোমবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এদিন শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। 
বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিরোধী রাজনৈতিক দলগুলি সহ একাধিক আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে।
এদিন বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চে কমিশনের আইনজীবী বিচারপতি রাকেশ দ্বিবেদী জানিয়েছেন, কমিশনের পক্ষ থেকে যেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যাদের নাম রয়েছে সেখান থেকে প্রায় ৭.২৪ কোটি ভোটার এসআইআরের জন্য তাদের নথি কমিশনের কাছে জমা দিয়েছে। 
১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে আধার যা এসআইআরের জন্য জমা দেওয়া হচ্ছে নথি হিসাবে তা আসল না নকল তা যাচাই করার অধিকার রয়েছে কমিশনের। 
উল্লেখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকায় নাম যাচাইয়ের জন্য ১১টি নথির কথা উল্লেখ করেছিল। যার মধ্যে আধার কার্ঢ ছিল না, যুক্তি এই ক্ষেত্রে জাল আধার কার্ড অনেকে ব্যবহার করতে পারে। শীর্ষ আদালর স্পষ্ট করে দিয়েছে শুধু আধার নয় কমিশনের বলা ১১টি নথিও জাল করে অনেকে তা ব্যবহার করতে পারে নাম যাচাইয়ের জন্য।
গত ২৪ জুন বিহারে বিধানসভা ভোটের কয়েক মাস আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা এসআইআর এর শুরু করেছে। কমিশনের নোটিশে বলা হয়েছে ২০০৩ সালের পর থেকে ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তাদের বাবা মায়ের জন্মশংসাপত্র পত্র একাধিক নথি জমা দিতে হবে। তার ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। বিরোধীদের দাবি কোন আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনে এই নির্দেশিকা জারি করেছে। তাদের দাবি ঘুর পথে এনআরসির কাজ করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল গুলো। উল্লেখ্য প্রায় ২.৫ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যেই যেই ভোটারদের থেকে এই সব নথি চাওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন