২১ জুলাই সমাবেশে না যাওয়ার জন্য সাসপেন্ড করা ৪৩ জন বাস কর্মীকে। কলকাতার ৩৭ নম্বর রুটের ৪৩ জন বাস কর্মীকে সাসপেন্ড করলো তৃণমূলের ইউনিয়ন। নোটিস ছাড়াই যাদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে।
সোমবারের তৃণমূলের শহীদ সমাবেশে না যাওয়ার জন্য ৪৩ জন বাসকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ইউনিয়নের তরফে তাঁদের ১ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। যার জেরে ঢাকুরিয়া হাওড়া রুটের ৩৭ নম্বর প্রায় ২৫ টি বাস বন্ধ হয়ে পরে। তারপর এই ঘটনার প্রতিবাদে বাস মালিকরা সমস্ত বাস বন্ধ করে দেয়। জানা যাচ্ছে সকাল ৯টা থেকে প্রায় ৪৮টি বাস বন্ধ রয়েছে। যার জন্য সমস্যায় পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। বাস মালিকদের অভিযোগ করেছেন যে ২১ জুলাইয়ের সভায় যায়নি বলেই ৪৩ জন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই বাসরুটের ইউনিয়নের সভাপতি ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস বাস মালিকদের সাথে মধ্যস্থতায় বসেছেন। তিনি জানিয়েছেন যে কাউকে সাসপেন্ড করা হয়নি।
সিআইটিইউ নেতা অচ্যুত চক্রবর্তী বলেন, "এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সমাবেশে কে যাবে সেটা তাঁর স্বাধীন ব্যাপার। এই ভাবে জোরজুলুম চলবে না।"
Comments :0