CPB

চট্টগ্রামে আক্রান্ত শিক্ষক, কড়া প্রতিবাদ সিপিবি’র

আন্তর্জাতিক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিক্ষক শ্যামল কান্তি দে’র ওপর হামলাকায় অভিযুক্তদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের নেতৃবৃন্দ বলেছেন, জুলাই  অভ্যুত্থান পরবর্তী সময়ে, গত এক বছর ধরে, শিক্ষকরা বারবার আক্রমণের শিকার। কিন্তু সরকার ও প্রশাসন তাঁদের রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। এর ফলে দেশের আপামর শিক্ষকরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিবি’র চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মহম্মদ জাহাঙ্গির এবং দক্ষিণের সভাপতি কানাই দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলি এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে-কে অটোরিকশা থেকে নামিয়ে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। তাঁর ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষকের বক্তব্য, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জেরে দুষ্কৃতীরা তাঁর ওপর আক্রমণ চালিয়েছে।
সিপিবি নেতৃত্ব বলেন, 'শ্যামল কান্তি দে প্রধান শিক্ষকের দায়িত্বই শুধু পালন করছেন না, তিনি চট্টগ্রামের একজন সুপরিচিত শিক্ষক নেতা। বিভিন্ন সামাজিক আন্দোলনেরও সংগঠক। আমরা পুলিশসহ প্রশাসনের কাছে এ ঘটনায় যারা জড়িত তাদের চব্বিশ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

Comments :0

Login to leave a comment