SIR CEO CPI-M

সিইও দপ্তরে সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) নেতৃবৃৃন্দ, দেখুন সরাসরি

রাজ্য

মঙ্গলবার সিইও দপ্তরে সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী।

অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে কারও ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। আবার ভোটার তালিকায় গরমিল রেখে রাজনৈতিক ফয়দা তোলার মতলবও গ্রহণযোগ্য নয়। সিইও দপ্তরে বৈঠকের পর সংবাদমাধ্যমে একথা বলেছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। 
সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, কল্লোল মজুমদার এবং পলাশ দাশ বৈঠকে যোগ দেন।
সাংবাদিক সম্মেলনে সুজন চক্রবর্তী বলেন, ‘নাগরিক’ বা ‘নাগরিক নয়’ একথা বলার দায়িত্ব নির্বাচন কমিশনকে কে দিয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ বলে কী কমিশনকে নাগরিকত্ব দেখতে নামানো হলো?

Comments :0

Login to leave a comment