Raniganj Car Fire

রানিগঞ্জে রাস্তার ওপর জ্বলে উঠল গাড়ি, তীব্র চাঞ্চল্য

জেলা

রানিগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে একটি মারুতি  গাড়িতে হঠাৎ করেই সাইরেন বেজে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাড়ির  যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তার ধারে পৌঁছলে এই গাড়ির ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়ার সাথেই চাকা ফেটে যায়। ধোঁয়ায় ও পোড়া গন্ধে ভরে যায় সারা এলাকা। ভয় পেয়ে পথ চলতি মানুষ ও যানবাহন রাস্তায় নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পড়ে। 
এই ঘটনার খবর পেয়ে রানিগঞ্জে দমকল বিভাগের একটি ইঞ্জিন মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। যদিও তার আগে পুড়ে  যায় ওই গাড়িটি। জানা গেছে জামুরিয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা থেকে রানিগঞ্জ ফেরার পথেই হঠাৎ করে গাড়ির বিপদ সাইরেন বাজে।  অল্পক্ষণের মধ্যেই আগুন লাগে। এ ঘটনায় কোনও হতাহত হয়নি।

Comments :0

Login to leave a comment