Car Rams Bike

রাস্তায় বিবাদের পর ধাক্কা গাড়ির, বেঙ্গালুরুতে মৃত্যু বাইক আরোহীর

জাতীয়

সিসিটিভি ফুটেজে বাইকে গাড়ির ধাক্কা মারার দৃশ্য।

নিজের গাড়িতে বসে অচেনা দুই যুবককে সিগারেট আনতে বলেছিলেন। তাঁরা রাজি হননি। কিছু পরেই দুই যুবকের মোটর সাইকেলে ধাক্কা দেন গাড়ি নিয়ে। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। আরেকজন গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে। 
গত ১০ মে বেঙ্গালুরুর এই ঘটনা সামনে এসেছে সম্প্রতি। সামান্য সিগারেট কেনা নিয়ে ঝগড়ার এমন মর্মান্তিক পরিণতিতে উদ্বেগ জানাচ্ছেন নাগরিকদের অনেকেই। 
পুলিশ জানিয়েছে ২৯ বছরের তথ্য প্রযুক্তি কর্মী এইচএন সঞ্জয় এক বন্ধুকে নিয়ে ভোরের দিকে ধূমপান করছিলেন বসন্তপুরার রাস্তায়। ৩১ বছরের প্রতীক গাড়ি নিয়ে দাঁড়ায় তাঁদের পাশে। গাড়িতে তাঁর স্ত্রীও ছিলেন। সঞ্জয়কে দোকান থেকে সিগারেট কিনে দিতে বলেন। তা অস্বীকার করা নিয়ে বিবাদ হয়। পথচারীদের কয়েকজন তখনকার মতো মিটিয়ে দেন।
কিন্তু প্রতীক গাড়ি নিয়ে কাছেই অপেক্ষা করছিলেন। সঞ্জয় বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে ফেরার পথে গাড়িটি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। 
ঘটনার সিসিটিভি ফুটেজ জোগার করে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন