Chirag Paswan

অ্যাম্বুল্যান্সে ধর্ষণকাণ্ডে চিরাগ সরব নীতীশের বিপক্ষে

জাতীয়

চিরাগ পাসোয়ান ফের ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লক্ষ্য করে। গয়ায় অ্যাম্বুল্যান্সে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ সামনে আসতে এমন প্রতিক্রিয়া জানিয়েছে লোক জনশক্তি পার্টির প্রধান।
পাসোয়ান বলেছেন, ‘‘এমন একটি সরকারকে সমর্থন দিতে হচ্ছে এটিই যথেষ্ট দুঃখের।’’ 
চিরাগ পাসোয়ানের এলজেপি এবং নীতীশ কুমারের জনতা দল (ইউ) বিজেপি জোট এনডিএ’র শরিক। এ বছরই বিহারে বিধানসভা নির্বাচন। চিরাগ কেন্দ্রীয় মন্ত্রীও। 
কিন্তু তিনি বলেছেন, ‘‘যেভাবে একের পর এক অপরাধ বিহারে হচ্ছে বোঝাই যাচ্ছে অপরাধীদের সামনে পুরোপুরি মাথা ঝুঁকিয়ে চলছে সরকার।’’ চিরাগের সংযোজন, ‘‘এভাবেই চলতে থাকলে বিহারের জনতার পক্ষে অত্যন্ত ভয়ের পরিস্থিতি তৈরি হবে।’’ 
শনিবারই বিহার তোলপাড় হয়েছে অ্যাম্বুল্যান্সে মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে। অভিযোগ, ওই মহিলা হোম গার্ডের পরীক্ষা দিতে এসে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পথে তাঁকে ধর্ষণ করা হয়। 
গত সপ্তাহে চিরাগ সরব হন পাটনার পারস হাসপাতালের ভেতর হত্যাকাণ্ডে। এক চিকিৎসাধীন দুষ্কৃতীকে খুন করে আরেকদল দুষ্কৃতী। 
২০২০-তে চিরাগ পাসোয়ান এনডিএ’র বাইরে থেকে বিধানসভা ভোট লড়েছিলেন। পরে ফের যোগ দেন বিজেপি জোটে। নীতীশের দলের বিরুদ্ধে প্রার্থী দিলেও বিজেপি’র বিপক্ষে দাঁড় করাননি দলের কাউকে। চিরাগের এলজেপি বিধানসভায় মাত্র ১টি আসন পেলেও ভোট কাটাকাটিতে নীতীশের জনতা দল (ইউ)-কে ৪৩ আসনে থেমে যেতে হয়। মনে করা হয়, বিজেপি’র কৌশলে তাল মিলিয়েই এই নীতি বেছেছিলেন চিরাগ।
চিরাগের এবারের বিবৃতিতে ভোটের বছরে তেমনই কৌশলের ইঙ্গিত দেখছে বিহারের পর্যবেক্ষক মহল।

Comments :0

Login to leave a comment