অশোকনগরে ওএনজিসি প্রকল্পের দ্রুত রূপায়ণের দাবীতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হলো রবিবার। অশোকনগর শহীদ সদন মঞ্চে অনুষ্ঠিত এই নাগরিক কনভেনশনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গণ-আন্দোলনের রাজ্যের অন্যতম শীর্ষ নেতৃত্ব প্রাক্তন সাংসদ ডঃ সুজন চক্রবর্তী। কনভেনশনে বক্তব্য রাখেন যোজনা কমিশনের প্রাক্তন উপদেষ্টা অমিতাভ রায়। নাগরিক কনভেনশনে উপস্থিত ছিলেন উত্তরঃ ৪ পরগনা জেলার গণ আন্দোলনের নেতৃত্ব পলাশ দাস, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব গার্গী চ্যাটার্জী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজন সেন সহ বৃহত্তর হাবড়া অশোকনগরের অসংখ্য সাধারণ মানুষ। গত বেশ কয়েক বছর আগেই অশোকনগরে সন্ধান মিলেছিল ভুর্গভস্থ বিপুল তেলের ভাণ্ডারের। ২০২০ সালের ২০ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে যার উদ্বোধনও করলেন কেন্দ্রীয় প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরই নয় রাজ্যের মুকুটেও অশোকনগরের গ্যাস উত্তোলন কেন্দ্রের মাধ্যমে নতুন পালক দেখে উৎসাহিত হয়েছিলেন আপামর বাংলার মানুষ। খনিজ তেল বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন এই তেল বাণিজ্যিক ভাবে কাজে লাগানো সম্ভব। চলতি বছর ফেব্রুয়ারী মাসেও বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন দ্রুত অশোকনগরে ওএনজিসি বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করবে। কিন্তু তারপরেও কেটে গেছে দীর্ঘ প্রায় ৫মাস, কাজ এগোয়নি এক ধাপও। এই টালবাহানা কাটিয়ে ওএনজিসি প্রকল্পের দ্রুত রূপায়ণের দাবী সম্বলিত প্রস্তাব উত্থাপন করেন তোলেন অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর। আজকের এই কনভেনশনে সভাপতিমন্ডলীতে ছিলেন বিশিষ্ট শিক্ষক অশোক পাল, অনিন্দিতা মুখার্জী, সহিদুল ইসলাম, ডাঃ সুজন সেন। কনভেনশনের শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাতুল চন্দ রায়। কনভেনশন থেকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী ১৭ আগষ্ট অশোকনগর চৌরঙ্গী মোড় থেকে সাধারন মানুষ তাঁদের দাবী নিয়ে মহামিছিল করে পৌঁছাবেন তেল উত্তোলন প্রকল্পের কাছে। আজকের এই কনভেনশনে সাধারণ মানুষের উৎসাহ ও উপস্থিতি ছিলো চোখে পরার মতো। সভা শুরুর আগেই অশোকনগর শহীদ সদন প্রেক্ষাগৃহ ছিলো কানায় কানায় পূর্ণ।
Citizens convention in Ashoknagar
ওএনজিসি প্রকল্পের দ্রুত রূপায়ণের দাবিতে নাগরিক কনভেনশন অশোকনগরে

×
Comments :0