বর্তমানে বিহারের রাজগিরে গড়িয়ে চলেছে পুরুষদের হকি এশিয়া কাপ। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যেতে চলেছে মহিলাদের হকি এশিয়া কাপ। তার সূচি ঘোষণা করল এফআইএইচ বা FIH ( আন্তর্জাতিক হকি ফেডারেশন ) এবং এইচএফ বা AHF( এশিয়ান হকি ফেডারেশন )। চীনের গনশুতে শুরু হবে এই প্রতিযোগিতা। মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তবে এই প্রতিযোগিতায় নামার আগে রক্ষণভাগকে আরো মজবুত করতে হবে ভারতীয় দলকে। এফআইএইচ প্রো লিগের ম্যাচে মোট ১০০টি পেনাল্টি কর্নার এবং ৪৩টি গোল হজম করেছে ভারত। এই নেতিবাচক পরিসংখ্যান বদলাতে দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিতে হবে গোটা দলকেই। এছাড়াও আক্রমণভাগের দীপিকা প্রো লিগে মোট ৭টি গোল করেছেন ৬টি পেনাল্টি কর্নার থেকে। তবে চোটের কারণে এই প্রতিযোগিতা থেকে তিনি ছিটকে গিয়েছেন। দুটি গ্ৰুপ থেকে মোট দুটি করে দল সুযোগ পাবে সেমিফাইনালে। পুল ' এ ' তে রয়েছে চীন , চাইনিজ তাইপেই , দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। পুল ' বি 'তে রয়েছে ভারত , জাপান , থাইল্যান্ড ও সিঙ্গাপুর। ভারতের প্রথম ম্যাচ ৫সেপ্টেম্বর থাইল্যান্ডের বিরুদ্ধে দুপুর ১২টায় ।
Women's Hockey Asia Cup 2025
উইমেন্স হকি এশিয়া কাপের সূচি

×
Comments :0