মঙ্গলবার আইএসএল সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট জানাল তাদের রায়। আসন্ন মরশুমের আইএসএলের গ্লোবাল মার্কেটিং রাইটসের জন্য টেন্ডার ডাকতে পারবে ফেডারেশন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতির নিজস্ব একটি কমিটি থাকবে এই প্রক্রিয়ায়। ফেডারেশনকে তাদের সঙ্গে আলোচনার দ্বারাই এই বিষয়ে সিদ্বান্ত নিতে হবে। তবে ফেডারেশনের নতুন নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট।
বহুদিন ধরে ফেডারেশন ও এফএসডিএলের মধ্যেকার চুক্তি সংক্রান্ত সমস্যা চলছে । গত সপ্তাহে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে চলতি মাসে সুপার কাপ দিয়েই যাত্রা শুরু হবে এই মরশুমের ফুটবল ক্যালেন্ডারের। ডিসেম্বরে হবে আইএসএল। এছাড়াও ফেডারেশন ও এফএসডিএল যৌথভাবে একটি প্রস্তাব পেশ করেছিল আদালতের কাছে। সেখানেই আদালত জানিয়েছিল যে নতুন টেন্ডার আসার পর যে কোম্পানিই আসুক না কেন ডিসেম্বরেই তাদের শুরু করতে হবে আইএসএল। এছাড়াও এফএসডিএলের কাছে ফেডারেশনের যে ১২.৫ কোটি অর্থ চুক্তির শেষ কিস্তিতে রয়েছে। সেটাও ফেরত দেবার নির্দেশ দেওয়া হয়েছে। ফিফা এবং এফসি থেকে যে চিঠি লেখা হয়েছিল এআইএফএফকে সেখানে বেশ কড়াভাবেই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের তুলোধোনা করে ফেডারেশনের সংবিধান সংক্রান্ত বিষয়গুলি সংশধনের কথা বলা হয়েছিল। তবে এদিন শুধু টেন্ডার সংক্রান্ত বিষয়েই সুপ্রিম কোর্ট নিজের রায় জানিয়েছে।
Comments :0