কে কবিতাকে দল থেকে বহিষ্কার করলেন বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। দলীয় সূত্রে খবর দল বিরোধী কাজের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক্সহ্যান্ডেলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে দলের ভাবমূর্তি এবং দল বিরোধী কাজের জন্য কে চন্দ্রশেখর রাও তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি কবিতা অভিযোগ করেন দলের বর্ষীয়ান নেতা টি হরিশ রাও এবং প্রাক্তন সাংসদ মেঘা কৃষ্ণ রেড্ডি তার বাবাকে কালিমালিপ্ত করেছে। তিনি আরও অভিযোগ করেন তাকে চক্রান্ত করে দলের অভ্যন্তরে কোনঠাসা করা হচ্ছে।
উল্লেখ্য আবগারি দুর্নীতি মামলায় জেলে ছিলেন কবিতা।
K Kavitha
কে কবিতাকে বহিষ্কার করলো বিআরএস

×
Comments :0