U23 AFC ASEAN CUP QUALIFIERS

বাহরিনের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের

খেলা

দোহায় ভারতের অনুর্দ্ধ ২৩দলের দুরন্ত জয়। অনুর্দ্ধ ২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচে বাহরিনকে ২-০ গোলে হারাল ভারত। ম্যাচের দুই অর্ধে এল দুটি গোল। ৩২ মিনিটে প্রথম গোল করেন মহম্মদ সুহেল। প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার অতিরিক্ত সময় ৯০+৫মিনিটে শিভাল্ডোর গোলে ব্যবধান বাড়ায় ভারত। ২-০ গোলে শক্তিশালী বাহরিনকে হারিয়ে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দারুন সূচনা করল ভারতীয় দল।

Comments :0

Login to leave a comment