শিয়ালদহ শাখায় আরও দুই জোড়া এসি লোকাল ট্রেন চলবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী ভিড় কমাতে উৎসবের মরসুমের আগেই নতুন দুই জোড়া এসি লোকাল ট্রেন চালানো হবে। কয়েকদিন আগেই শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে।
শিয়ালদহ শাখার ডিআরএম জানিয়েছেন,দুই জোড়া ট্রেনের মধ্যে একটি ট্রেন চলবে রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ পর্যন্ত ৷ অন্যটি চলবে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৷ রানাঘাট থেকে সকাল ৭টা ১১ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে ৭টা ৫২ মিনিটে ৷ এরপর বনগাঁ থেকে শিয়ালদহ পৌঁছবে সকাল ৯টা ৩৭ মিনিটে। আপ এসি লোকাল শিয়ালদহ থেকে সন্ধে ৬টা ১৪ মিনিটে ছেড়ে বনগাঁয় পৌঁছবে রাত ৮টা ০৪ মিনিটে ৷ এরপর ট্রেনটি রানাঘাটে পৌঁছবে রাত ৮টা ৪১ মিনিটে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরের ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ৯টা ৪৮ মিনিটে ছেড়ে বেলা ১২টা ০৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে। এরপর কৃষ্ণনগর থেকে বেলা ১টা ৩০ মিনিটে ছেড়ে বিকেল ৩টে ৪০ মিনিটে শিয়ালদহে পৌঁছবে৷
কলকাতায় টিন্তু রুটে মতন করে মেট্রপরিষেবা সরু হয়েছে গত মাসের শেষ দিকে। তার ফলে জারিদের সুবিধা বেড়েছে। যাত্রীদের কথা মাথায় রেখেই নতুন রুটে এসি লোকাল ট্রেন চালু করলো পূর্ব রেল। এছাড়াও শিয়ালদর শাখায় যাত্রীদের ভিড় সামলানোর জন্য বিধাননগর থেকে অতিরিক্ত ইএমইউ পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷ আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই পরিষেবা।
Comments :0