মুখে উন্নয়নের কথা বলছেন মেয়র। আসলে বড় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে শিলিগুড়ি পৌর কর্পোরেশন। কর্পোরেশনের সার্বিক ব্যর্থতা, জমি দুর্নীতির বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবে।
বুধবার দুপুরে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কর্মসূচির কথা জানান নেতৃবৃন্দ। সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক বলেন, ‘‘দু্নীতিগ্রস্ত পৌরবোর্ড ও মেয়রের অপসারণ চাই। শিলিগুড়ি পৌর কর্পোরেশনে জমি সংক্রান্ত দুর্নীতি বড় হয়ে দাঁড়িয়েছে। রামকৃষ্ণ মিশনের জমি থেকে শুরু করে গজলডোবাতে জমি দখল করে রিসর্ট তৈরি, বাইপাসে জমি নিয়ে বিভিন্ন সময় কর্পোরেশনের নাম জড়িয়েছে। দুর্নীতির কথা শুধু আমরাই বলছি না, মেয়র পারিষদ সহ তৃণমূল দলীয় কাউন্সিলারদের মধ্যেও এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করেছে।’’
তিনি বলেন, ‘‘শহরবাসী পৌর পরিষেবা পাচ্ছেন না। বর্তমান বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে আগামী এক সপ্তাহ ধরে শহরের নানা প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাব আমরা। জনগনের মতামত নেব আমরা।’’
শিলিগুড়ি কর্পোরেশনে সিপিআই(এম)’র পারিষদীয় দলনেতা নুরুল ইসলাম বলেন, ‘‘সরকারি সমস্ত নথি ও কাগজপত্র থাকা সত্ত্বেও সেবক রোডের ওপর ১০ কোটি টাকা মূল্যের কর্পোরেশনের নিজস্ব জমি এক ব্যক্তির হাতে তুলে দেবার চেষ্টা করছে পৌর বোর্ড। জমি সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকা সত্ত্বেও মেয়র এই বিষয়ে পৌর দপ্তরে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সমঝোতার জন্য বলেছেন।’’
তিনি বলেন, ‘‘শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৩.৬ একর জমি ডনবসকো স্কুলের সামনে থেকে সেবক রোড পর্যন্ত একটি জমি রয়েছে। প্রদ্যুৎ বসু নামে এক ব্যক্তির কাছ থেকে ১৯৫৫ সালে এই জমি শিলিগুড়ি কর্পোরেশন কিনেছিল। সম্প্রতি সুশীল কুমার আগরওয়াল নামে এক ব্যক্তি দাবি করেছেন এই জমির একটি অংশের প্রায় ৯ থেকে ১০ কাঠা জমি বাবার থেকে পেয়েছেন। সেই দাবির ভিত্তিতে বোর্ডের মেয়র লিগ্যাল ওপিনিয়ন নেন। এই অবস্থায় ওই ব্যক্তির সাথে ‘অ্যামিকেবল সেটেলমেন্ট’ করার জন্য কর্পোরেশনের উকিল লিখিতভাবে পরামর্শ দেন। মেয়র সরকারের প্রিন্সিপ্যল সেক্রেটারির কাছে সমঝোতার চিঠিও পাঠিয়েছেন। এই জমির প্রকৃত মালিক শিলিগুড়ি পৌর কর্পোরেশন।’’
সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা দিলীপ সিং ও জয় চক্রবর্তী।
Siliguri Corporation CPI-M
দুর্নীতির আখড়া কর্পোরেশন, শিলিগুড়িতে বিক্ষোভ ১০ সেপ্টেম্বর
×
Comments :0