ইউএস ওপেনে পুরুষদের ডাবলস বিভাগে জয় পেলেন ভারতের য়ুকি ভাম্ভরী। কিউই পার্টনার নিউজিল্যান্ডের মাইকেল ভেনাসকে সঙ্গী করেই হারালেন নিকোলা মেকটিক ও রাজীব রামকে। কোয়ার্টার ফাইনালে ৬-৩ , ৬-৭ এবং ৬-৩ ব্যবধানে জয় পেল এই ইন্দো - কিউই জুটি। ২০০৯সালের প্রাক্তন জুনিয়র বিশ্বের একনম্বর এবং ওপেন বয়েজ চ্যাম্পিয়ন য়ুকির সিনিয়র গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় এটিই আপাতত সেরা প্রাপ্তি। লিয়েন্ডার , মহেশ ভূপতি ও রোহন বোপান্নার মত ভারতের তারকা টেনিস খেলোয়াড়েরা পূর্বে এই প্রতিযোগিতার সেমিফাইনালে প্রবেশ করার কৃতিত্ব অর্জন করেছিলেন। সেমিফাইনালে এই ইন্দো - কিউই জুটি মুখোমুখি হবে ব্রিটিশ জুটি জোয়ী সালিসবুরি এবং নিল সুপসকির।
US OPEN TENNIS
মার্কিন মুলকে ভারতের তেরঙ্গা ওড়ালেন য়ুকি ভাম্ভরী

×
Comments :0