Abu Hena

প্রয়াত কংগ্রেস নেতা আবু হেনা

রাজ্য

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা আবু হেনা। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ । বার্ধক্য জনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আবু হেনা দীর্ঘদিন লালগোলা কেন্দ্রের বিধায়ক ছিলেন।বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। ২০১১ সালে তিনি মন্ত্রিসভার সদস্য হন। মৎস্যমন্ত্রী এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী ছিলেন আবু হেনা। রবিবার রাত ১১টা নাগাদ সল্টলেকের তাঁর বাসভবনে প্রয়াত হন তিনি। সোমবার তাঁর দেহ লালগোলায় নিয়ে যাওয়া হবে। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য। আবু হেনার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

Comments :0

Login to leave a comment