Calcutta football League

কলকাতা লিগে লাল হলুদ ঝড়

খেলা

চলতি কলকাতা লিগে আগুন ঝরানো ফর্মে ইস্টবেঙ্গল। ইদিন বারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে খড়কুটোর মতো উড়িয়ে দিল লাল হলুদ ব্রিগেড। ৭-১ গোলে টালিগঞ্জকে হারালো ইস্টবেঙ্গল। এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেছেন জেসিন টিকে। এছাড়া একটি করে গোল করেন শ্যামল বেসরা, আমন সিকে, অনন্ত নম্বর্থ এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জ অগ্রগামীর হয়ে একমাত্র গোলটি করেছেন সঞ্জয় শর্মা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন