গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাইতে পারে ইউরোপীয় কমিশন। বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘ সময়ের সমর্থক ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডের লিয়েন জানিয়েছেন এমন পরিকল্পনা।
লিয়েন বলেছেন, প্যালেস্তাইন পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহে বিশেষ গোষ্ঠী গড়তে পারে ইউরোপীয় কমিশন।
পর্যবেক্ষকদের মত, আমেরিকাকে চাপে রাখতেই এমন নানা কৌশল নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তবে ব্রিটেনের মতো দেশে দেশে গাজায় গণহত্যার বিরুদ্ধে সরব প্রতিবাদ একাধিক সরকারকে ইজরায়েলের বিপক্ষে মুখ খুলতে বাধ্য করেছে।
২৭ দেশের ইউরোপীয় ইউনিয়নের প্রধান এদিন ভাষণ দেন ইউরোপীয় সংসদে। গাজায় খাদ্য সঙ্কটের উল্লেখ করেন তিনি। লিয়েন বলেন, যুদ্ধে বিপক্ষকে কোণঠাসা করার জন্য দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করা যায় না।
বিশ্বজুড়ে ইজরায়েল বিরোধী জনমত থাকলেও ভারত সফরে এসেছেন সে দেশের অর্থমন্ত্রী জেজেলাল স্মোর্টরিক। বুধবার দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে বিক্ষোভ।
Israel
ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারির হুমকি ইউরোপীয় ইউনিয়নের

×
মন্তব্যসমূহ :0