উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে সরে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু বৃষ্টি কমবে না রাজ্যে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার এই নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভবনা রয়েছে। সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্য।
পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধ ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেল গুলিতেও বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিঙ ভারী বৃষ্টি হবে শুক্রবার পর্যন্ত। উত্তরের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হবে।
মৎস্যজীবীদের বুধবার পর্যতো সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করে হয়েছে।
WEATHER
নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি থামছে না রাজ্যে

×
Comments :0