Ghatal Accident

ঘাটালে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত পাঁচ

জেলা

পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বুড়িরপুকর এলাকায়  দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। আশঙ্কাজনক ১ মোটর বাইক আরোহী। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির বুড়ির পুকুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃতদের নাম পরিচয় জানা যায়নি।

তবে মৃত দু’জন বাঁকুড়া জেলার কোতুলপুরের বাসিন্দা বলে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যা সাতটা নাগাদ ঘাটাল থেকে ক্ষীরপাইগামী ও ক্ষীরপাই থেকে ঘাটালগামী দুটি মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচ জনের। জানা গেছে রাজমিস্ত্রীর কাজ করে ঘাটাল থেকে বাড়ি ফিরছিলো তিন জন। অপর দিক থেকে আসা বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুটি বাইকে পাঁচজন ছিলেন। দুটি বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই ছিটকে পড়েন পাঁচজন। স্থানীয়রা ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে নিহত ও আহতের মাথায় হেলমেট ছিল না। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়ে নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Comments :0

Login to leave a comment