Gajoldoba Bridge Teesta

খুলছে গজলডোবার সেতু, সমস্যা ক্যানেলের রাস্তায়

জেলা

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শারদ উৎসবের আগেই খুলে দেওয়া হচ্ছে গজলডোবার তিস্তা ব্যারেজ সেতুর রাস্তা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্টের শেষ সপ্তাহ থেকেই এই সেতুটি চালু করা হবে। 
তবে তিস্তা ক্যানেলের রাস্তা মেরামত না হওয়ায় সমস্যাতেই থাকবেন, বিশেষ করে, কৃষিজীবীরা।
কাজ শেষ হওয়ার নির্ধারিত ১৪০ দিনের প্রায় ১৫ থেকে ২০ দিন আগে সেতুটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন, “সাধারণ মানুষ ও পর্যটকদের সুবিধার কথা ভেবেই আগেভাগে সেতুটি চালু করা হচ্ছে। তবে ভারী মালবাহী গাড়ি চলাচলের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’’
উল্লেখ্য, মেরামতের কাজ চলার কারণে গত কয়েক মাস ধরে ব্যারেজ বন্ধ থাকায় পর্যটন শিল্প সমস্যায় পড়েছে। গজলডোবা থেকে লাটাগুড়ি হয়ে ডুয়ার্সে যাওয়ার জন্য এই সেতুই সবচেয়ে সহজ রাস্তা। সেখানে কাজ হওয়ার কারণে বিগত দিন ধরে বন্ধ থাকায় পর্যটকদের ঘুরপথে যেতে হচ্ছিল। ফলে গজলডোবা থেকে শুরু করে ডুয়ার্সের হোটেল-রিসর্ট, হোম-স্টে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছিলেন।
আগস্টের শেষ সপ্তাহে সেতু খুলে গেলে পরিস্থিতি পাল্টাবে বলেই আশা করছেন স্থানীয়রা। 
অন্যদিকে সাধারণ মানুষও মারাত্মক সমস্যায় পড়েছিলেন। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি বা আশেপাশের জায়গায় যেতে হলে দীর্ঘ পথ ঘুরতে হয়েছে। সময়, খরচ ও পরিশ্রম বেড়েছে। চিকিৎসার জন্য রোগীদের নিয়ে যাতায়াতে অসুবিধা হয়েছে। 
তবে সমাধান আসেনি আরেক বড় সমস্যার। তা হলো গাজলডোবা তিস্তা ক্যানেলের রাস্তা। প্রায় তিন বছর ধরে ভাঙা ও অচল এই রাস্তায় ভোগান্তি অব্যাহত। কৃষকরা সময়মতো ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না। সবজি, দুধের মতো দ্রুত নষ্ট হওয়ার পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে যেতে ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে। এমনকি জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সও আটকে যাচ্ছে। স্থানীয় কৃষকের দাবি, “সেতু খোলার খবর আনন্দের। কিন্তু ক্যানেলের রাস্তা মেরামত না হলে আমাদের দুর্দশা কাটবে না।”

Comments :0

Login to leave a comment