এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি সংক্ৰান্ত সমস্ত আবেদন খারিজ হয়ে গেল আদালতে। বুধবার কলকাতা হাইকোর্ট এই মর্মে রায় দিয়ে জানিয়ে দিল। এসএসসি-র বিজ্ঞপ্তিতে কোনও হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশন যে মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিলো সেই ভাবেই হবে নিয়োগ প্রক্রিয়া।
এসএসসি'র নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সোমবার ডিভিশন বেঞ্চে ওই বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়। সেই মামলার রায় এদিন দিলো বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।
চাকরি হারা শিক্ষকদের দাবি ছিল ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি ২০১৬ সালের মতোই করতে হবে। কিন্তু হাইকোর্ট জানিয়ে দিলো ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী হবে।
Comments :0