কেবল বেঞ্জামিন নেতানিয়াহু নন, প্যালেস্তাইন প্রশ্নে নিজের দেশে কোণঠাসা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পও।
আমেরিকায় হাউস অব রিপ্রেজেন্টেটিভসের এক ডজনের বেশি ডেমোক্র্যাট সাংসদ চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে। তাঁদের আর্জি, প্যালেস্তাইনের জনতার পৃথক রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দিতে হবে। গাজায় খাদ্যের সঙ্কট, অনাহারে মৃত্যুর উল্লেখ করা হয়েছে চিঠিতে।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সাংসদ রোহিত খান্নার চিঠিতে আপাতত সই করেছেন তেরো সাংসদ। তবে এই স্বর জোরালো হওয়ার আশঙ্কা করছে ট্রাম্প প্রশাসন। খান্না লিখেছেন, প্যালেস্তাইনকে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে প্রায় ১৫০ দেশ। বিশ্ব জনমত থেকে আমেরিকার বিচ্ছিন্ন হওয়া উচিত নয়। ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানির মতো দেশও পৃথক রাষ্ট্রের স্বীকৃতি বিবেচনার কথা জানিয়েছে সরকারি স্তরে।
এদিকে যুদ্ধ থামিয়ে গাজায় বন্দি দেশের সব বন্দিকে আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনার দাবিতে ফের বিক্ষোভ হয়েছে ইজরায়েলে। পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে পশ্চিম জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের সামনে যুদ্ধ থামানোর দাবিতে হয়েছে বিক্ষোভ।
ইজরায়েলের নাগরিকদের বড় অংশ মনে করছেন আদালতে দুর্নীতির বিচারের মুখে থাকা নেতানিয়াহু গাজায় হামলা চালিয়ে যাচ্ছেন নিজের স্বার্থে। তার সঙ্গে ইজরায়েলের ভবিষ্যতের সম্পর্ক নেই।
গাজায় চিকিৎসার সঙ্গে যুক্ত এনজিও ‘সেভ দ্যা চিল্ডরেন’ জানিয়েছে গর্ভবতী এবং শিশুকে বুকের দুধ দিচ্ছেন এমন মহিলাদের ৪৩ শতাংশ তীব্র অপুষ্টির শিকার। ফলে অপুষ্ট শিশু জন্মের শঙ্কাই কেবল বাড়ছে না, অনেক ক্ষেত্রে প্রসবের সময়েই শিশুর মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে।
Trump Palestine
প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিন, ট্রাম্পকে চিঠি আমেরিকার জনপ্রতিনিধিদের

×
Comments :0