গত সোমবার লর্ডসে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেছে বেন স্টোকসের দল। তবে ইতিমধ্যেই তাদের থেকে ২পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। ৩ ম্যাচ খেলে বর্তমানে তাদের পয়েন্ট ২২। তারা রয়েছে তৃতীয় স্থানে। আইসিসির ১৬ . ১১ . ২ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ওভার রেটের থেকে একটি নির্দিষ্ট সময়ে যত কম ওভার হবে সে দলের তত পয়েন্ট কাটা যাবে। এই স্লো বা মন্থর ওভার রেটের কারণেই ২পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইংল্যান্ড দলের থেকে। তার সঙ্গে সঙ্গে দলের সমস্ত খেলোয়াড়দের ম্যাচ ফিও কেটে নেওয়া হয়েছে। আইসিসির ধারা ২.২২ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও দল যত কম ওভার বল করবে প্রত্যেক ওভারের জন্য সেই দলের ক্রিকেটারদের থেকে তাদের বেতনের ৫ শতাংশ কেটে নেওয়া হবে । ইংল্যান্ড দুই ওভার কম বল করে সেই জরিমানা বেড়ে হয়েছে প্রায় ১০ শতাংশ।
Comments :0