ASIA CUP 2025

এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ

খেলা

রবিবার এশিয়া কাপের সুপার সানডে। এশিয়া কাপের ২০তম ভারত ও পাকিস্তান ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রায় ১৫০বছরের ক্রিকেটের ইতিহাসে সৃষ্টি হয়েছে বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের। যেমন - ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া , ভারত বনাম ইংল্যান্ড। তবে সবথেকে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটি হল ভারত বনাম পাকিস্তানের। এশিয়া কাপের মঞ্চে এই দুই দল মোট ১৯বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারতের জয়ের সংখ্যা ১০। পাকিস্তান জিতেছে ৬ বার। ক্রিকেটের সব ধরণের ফরম্যাট মিলিয়ে ভারতের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে পাকিস্তান এখনো বেশ খানিকটাই এগিয়ে রয়েছে। ৫০ ওভারের ফরম্যাটে পাকিস্তান জিতেছে ৭৩ এবং ভারত জিতেছে ৫৮টি ম্যাচে জিতলেও বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় মঞ্চে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড খুবই খারাপ। 

রবিবার এই রেকর্ডকেই আরও ঈর্ষণীয় করতে চায় গৌতম গম্ভীরের ভারত। গত ম্যাচের মতই ভারত নিজেদের প্রথম একাদশে বেশি পরিবর্তন না করেই মাঠে নামবে। পাকিস্তানের সঙ্গে বোলিং বিভাগে লড়াই হবে শাহিন আফ্রিদির সঙ্গে বুমরার। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দুই পেসারের লড়াই দেখতে উন্মুখ হয়ে রয়েছে ক্রিকেটপ্রেমী মানুষ। ভারতের স্কোয়াডে সূর্যকুমার , হার্দিক , অক্ষর , কুলদীপ , বুমরা , গিলের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পকিস্তানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেইদিক থেকে পাকিস্তানের দলে মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের মতো খেলোয়াড়রা না থাকায় অভিজ্ঞতার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে তারা। প্রথম ম্যাচের মতই এই ম্যাচেও একাধিক স্পিনারদের খেলাতে চাইবেন গৌতম গম্ভীর, এমনটা মনে করছেন অনেকে। কুলদীপ , বরুণ , শিবম দুবেদের কাছে দায়িত্ব থাকবে বেশি। পাকিস্তান দলে হাসান আলী , ফখর জামান , শাহিন আফ্রিদিদের মত অভিজ্ঞ খেলোয়াড়রাও রয়েছেন। যাদের ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। রবিবার ভারতের অধিনায়ক সূর্যকুমারের জন্মদিন। তাই এই বড়ম্যাচ জিতেই নিজের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে চান তিনি ।

পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ - সাইম আয়ুব , শাহিবজাদা ফারহান , মহম্মদ হ্যারিস , ফখর জামান , সালমান আঘা ,হাসান নাওয়াজ , মহম্মদ নাওয়াজ , ফাহিম আশরাফ , শাহিন আফ্রিদি , সুফিয়ান , আবরার।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - শুভমন গিল , অভিষেক শর্মা , তিলক ভার্মা , সূর্যকুমার যাদব , সঞ্জু স্যামসন , হার্দিক পান্ড্য , শিবম দুবে    , অক্ষর প্যাটেল , বরুণ চক্রবর্তী , কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন