সাংবাদিক হত্যার নিন্দায় মুখর বিশ্ব। ইজরায়েল যদিও নিরুত্তাপ। খাদ্যের সারিতে দাঁড়ানো ৩১ জনকে ফের হত্যা করা হয়েছে গাজায়। শেষ চব্বিশ ঘন্টায় মোট ৮৯ প্যালেস্তিনীয়কে হত্যা করেছে ইজরায়েল।
গাজায় আন্তর্জাতিক ত্রাণ আগেই বন্ধ করেছে ইজরায়েল। আমেরিকার সঙ্গে মিলে নতুন একটি ত্রাণ সংস্থা ‘জিএইচএফ’ খোলানো হয়েছে। আন্তর্জাতিক ত্রাণের ব্যবস্থা কমেছে আরও। অনাহার-অপুষ্টিতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। মৃতদের মধ্যে ১০০-র বেশি শিশু।
প্যালেস্তিনীয়দের খাবারের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে হচ্ছে খাদ্যবাহী ট্রাকের ওপর। খাবার বিলি চালু হলে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়াতে হচ্ছে ত্রাণ কেন্দ্রে।
ত্রাণ কেন্দ্রে একের পর এক ঘটনায় ইজরায়েলের বাহিনী চালিয়েছে গুলি। হাজারের কাছাকাছি বাসিন্দা গাজায় নিহত হয়েছে কেবল ত্রাণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে। প্রতিবাদ নির্মমতা আড়াল করতে ইজরায়েলের সেনা ‘লুকিয়ে থাকা হামাস’-র অজুহাত দিয়েছে। অমানবিক আগ্রাসনের এমন চেহারা বিশ্ব স্মরণকালে দেখেনি, বলছেন পর্যবেক্ষকদের বড় অংশ।
Gaza Aid Killing
গাজায় আরও ৮৯ বাসিন্দাকে হত্যা ইজরায়েলের

×
Comments :0