রাফায় খাবার দেওয়ার কেন্দ্রে ফের গুলি চালালো ইজরায়েলের সেনা। অন্তত ৩৬ প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। রবিবার গাজার বিভিন্ন জায়গায় অন্ত ৭০ জন নিহত হয়েছেন ইজরায়েলের হামলায়।
স্থানীয়রা সংবাদমাধ্যমে বলেছেন, ত্রাণকেন্দ্রের সামনে অংশ সিমেন্টের চাঙড় দিয়ে আটকানো ছিল। খাবারের জন্য বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই আসতে থাকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক। তাঁরা প্রথমে মনে করেছিলেন সারি বেঁধে দাঁড় করাতে আসছে সেনা। আচমকা তাঁরা দেখেন যে আরেকদিক থেকে সেনাদের নিয়ে জিপ ছুটে আসছে। জিপ এবং ট্যাঙ্ক থেকে ছুটে আসতে থাকতে গুলি।
গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত মে থেকে ইজরায়েল এবং আমেরিকা ত্রাণ সরবরাহ কেন্দ্রের দখল নিয়েছে। তার আগে আন্তর্জাতিক ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছিল ইজরায়েল। মে থেকে বারবার বিভিন্ন ত্রাণ কেন্দ্রে গুলি ছুঁড়েছে ইজরায়েলের সেনা। খাবার বা পানীয় জলের খোঁজে দাঁড়ানো অন্তত ৯০০ প্যালেস্তিনীয়কে হত্যা করেছে ইজরায়েল।
স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। হাসপাতালের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকেন আহত ও নিহতেরা। অনেকেরই বয়স একেবারে কম।
Gaza Aid Center Killing
গাজার ত্রাণকেন্দ্রে ফের গুলি, নিহত অন্তত ৩৬

×
Comments :0