ভ্রমণ — মুক্তধারা, বর্ষ ৩
আমতা আমতা করে হামতা...
অভীক চ্যাটার্জী
এবার এমনি এক নদী পার হয়ে এগিয়ে চললাম আমরা উপত্যকার মাঝ বরাবর দিয়ে। আজকের পথ যেহেতু খুব একটা বেশি নয়, তাই শক্তি সঞ্চয়ের খুব বেশি প্রয়োজন হচ্ছিল না। আমরা দুল্কী চালে চলতে চলতে এক সময় গিয়ে পৌঁছলাম চিকা ক্যাম্প সাইটে। তার একটু আগেই আমরা পর হলাম একটি ছোট্ট নদী। সে নদীতে জল কম হতে পারে, কিন্তু তার খরস্রোত আর হিমশীতল জল আর কিছু না হোক, আমাদের প্রথম দিনের উত্তেজনাকে বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দেওয়ার জন্যে যথেষ্ট। পাহাড় এবার আমাদের মাপতে শুরু করে দিয়েছে। এবার লড়াই মুখোমুখি ।
আমরা ক্যাম্প সাইটে পৌঁছে একটু বিশ্রাম করে রাতের খাওয়া সেরে ফেললাম। যেহেতু আলোর ব্যবস্থা নেই আর বৃষ্টির কারণে আগুনও জ্বালানো যাবে না, তাই দিনের আলো থাকতে থাকতেই আমরা শেষ করে ফেললাম রাতের খাওয়া। খেয়ে যে যার তাবুতে ঢুকে পড়লাম। বৃষ্টি নেমেছে বেশ জোরে। রাত গভীর হচ্ছে যত, বৃষ্টির তোড় আরও বাড়ছে। একসময় মনে হলো আমার মাথার পাশ দিয়ে খুব জোরে জল বয়ে যাচ্ছে। রাত আরও গভীর হলো। আমিও ডুবে গেলাম ঘুমের দেশে।জানিনা কাল সকাল আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করে আছে। যে কালো মেঘ নিয়ে এই ট্রেক শুরু হয়েছিল, সেই মেঘ এখন আরও কালো আরও ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে।
চলবে
মন্তব্যসমূহ :0