ডুয়ার্সের লোকালয়ে ফের দেখা মিলল বন্যপ্রাণীর উপদ্রব। খাবারের খোঁজে জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় এলাকায় ঢুকে পড়ল একটি লেপার্ড। বুধবার সকালে এই ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে লেপার্ডটি হঠাৎ করে একটি বাড়ির সামনে থেকে ছাগলকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর নিকটবর্তী চা বাগানের মধ্যে সেই ছাগলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকার বাসিন্দারা চরম উদ্বেগে রয়েছেন।
গ্রামবাসীদের ধারণা, লেপার্ডটি সম্ভবত এলাকার ছোট চা বাগানের মধ্যেই আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে বনদপ্তরের কাছে দ্রুত খাঁচা বসানোর দাবি জানিয়েছেন তাঁরা। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় একাধিকবার বন্যপ্রাণী লোকালয়ে চলে আসার ঘটনা ঘটেছে। ফলে বিধাননগর ও আশপাশের এলাকায় ফের লেপার্ড আতঙ্ক ছড়িয়েছে।
leopard
ডুয়ার্সের লোকালয়ে ফের লেপার্ড আতঙ্ক, ছাগল তুলে নিল চিতাবাঘ

×
Comments :0