লোকসভার বিরোধী দলনেতার উচিত ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করা। এই শক্তিগুলির মধ্যে বিভেদ এবং বিভ্রান্তি ছড়ানো তাঁর কাজ নয়।
কেরালায় রাহুল গান্ধীর ভাষণের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন সিপিআই(এম)’র সাংসদ জন ব্রিটাস।
কেরালায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সিপিআই(এম) এবং আরএসএস-কে এক করে দেখাতে চেয়েছেন। কোট্টায়ামের জনসভায় রাহুল বলেন, ‘আরএসএস এবং সিপিআই(এম)’র বিরুদ্ধে একইভাবে মতাদর্শগত লড়াই চালাচ্ছি।’ শুক্রবারই রাহুলের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। তিনি বলেছেন, ‘রাহুলের মন্তব্য চটকদারি, মাত্রাজ্ঞানহীন। মোটেই গ্রহণযোগ্য নয়।’
শনিবার রাজ্যসভার সাংসদ ব্রিটাস বলেছেন, ‘‘রাহুলের বিভ্রান্তিকর ভাষণ সত্ত্বেও সংসদের বাদল অধিবেশনে বিজেপি বিরোধী শক্তিগুলির সমন্বয়ে কোনও প্রভাব পড়বে না।’’
ব্রিটাস বলেন, ‘‘কেরালায় গেলেই রাহুল গান্ধী অদ্ভূত সব কথা বলেন। সম্ভবত কেরালার প্রদেশ কংগ্রেস কমিটি তার জন্য দায়ী। কেরালায় বামপন্থীরা শক্তিশালী বলে আরএসএস-র বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়া যাচ্ছে। আর রাহুল কেরালায় আরএসএস’র সঙ্গে লড়তে চাইছেন বামপন্থীদের আক্রমণ করে!’’
বেবির মতো ব্রিটাসও এদিন মনে করিয়েছেন আরএসএস’র রাজনৈতিক শাখা বিজেপি-কে সরকার থেকে দূরে রাখতে ২০০৪ সালে নির্বাচনের পর বামপন্থীরা কেন্দ্রে কংগ্রেসকে সরকার গড়তে সমর্থন দিয়েছিল। তিনি বলেন, ‘‘কংগ্রেসের দোলাচলও আমরা জানি। কিভাবে তা দেশের ক্ষতি করেছে তা-ও জানি।’’
John Britas
ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট করুন রাহুল, বললেন ব্রিটাস

×
Comments :0