PROTEST MARCHE

বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে মিছিল রাজ্যেজুড়ে

রাজ্য জেলা কলকাতা

বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের এবং গোটা দেশজুড়ে আরএসএস-বিজেপির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে।

মঙ্গলবার যাদবপুর সুপার মার্কেট থেকে আজাদগড় বাজার পর্যন্ত মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত দত্ত সহ আঞ্চলিক নেতৃবৃন্দ। সিপিআই(এম) যাদবপুর-১ এরিয়া কমিটি এবং টালিগঞ্জ-১ এরিয়া কমিটি ডাকে এই মিছিল হয়। নেতৃবৃন্দ জানিয়েছেন, “গোটা দেশজুড়ে যেভাবে বাংলাভাষী মানুষদের উপর বিজেপি এবং আরএসএস আক্রমণ নামিয়ে আনছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। গোটা বাংলা জুড়ে বামপন্থীরা পথে নেমেছে। যাদবপুর এবং টালিগঞ্জের কমরেডরা রাস্তায় আছে।”

সিপিআই(এম) উলুবেড়িয়া ব্লক ২এরিয়া কমিটির উদ্যোগে রঘুদেবপুর কেটোপোল থেকে পাঁচলা মোড় পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অপর্ণা পুরকাইত ও সুগম ব্যানার্জী।


বিজেপি-আরএসএস শাসিত রাজ্যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তা, মিথ্যা মামলা, অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে, বাংলা ভাষীদের বাংলাদেশে পুশব্যাক করার চক্রান্তের বিরুদ্ধে সিপিআই এম বর্ধমান শহর এরিয়া-৪ মিছিল সংগঠিত হয়। বড়নীল বাজার থেকে চৌরঙ্গী হয়ে বাজার পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন এরিয়া সম্পাদক দীপঙ্কর দে, অনির্বাণ রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাভাষী মানুষের বিরুদ্ধে রাজ্যে রাজ্যে অত্যাচার ও বিতাড়নের বিরুদ্ধে ১২ই জুলাই কমিটি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে তমলুক শহরে মিছিল হয় মঙ্গলবার। এদিন মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের পরে সভা হয়। বক্তব্য রাখেন বিশ্বরঞ্জন দিন্ডা, অশোক দাস।

দেশজুড়ে বাংলাভাষী মানুষের ওপর আক্রমণের প্রতিবাদে  জলপাইগুড়ি শহরে মিছিল ও প্রতিবাদ সভা করে সিপিআই(এম) শহরের ডি বি সি রোডের জেলা দপ্তর সুবোধ সেন ভবন থেকে মিছিল শুরু হয়ে কামারপাড়া,উকিলপাড়া ঘুরে কদমতলায় মিছিল শেষ হয় মিছিল শেষে প্রতিবাদ সভা হয় কদমতলা মোড়ে।

 

Comments :0

Login to leave a comment