আগুন লাগল হাওড়া হাটের মর্ডান হাটে। রবিবার সকাল নটা নাগাদ হাওড়া থানার অন্তর্গত মঙ্গলাহাট এলাকার মডার্ন হাট বিল্ডিংয়ের তিন তলায় আগুন লাগে। ব্যবসায়ীরা প্রথমে তিন তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাঁরাই খবর দেন হাওড়া থানা এবং দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে। পরে আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌছায়। আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে খবর মডার্ন হাট বিল্ডিংয়ের তিন তলার একটি ঘরে আগুন লাগে। ওই হাটে দুশোর বেশি দোকান, একাধিক গোডাউন রয়েছে। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দমকল কর্মীদের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাথমিক অনুমান, কয়েক কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি। হাওড়া পুলিশ এবং দমকল বিভাগ সূত্রে জানা গেছে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
হাওড়া হাট ব্যবসায়ীক সমন্নয় কমিটির কমিটির সম্পাদক শম্ভু ঘোষ বলেন, ‘‘রবিবার যে হেতু হাট শুরু হয়ে যায়, তাই দোকানদারদের মধ্যে ছুটোছুটি পড়ে যায়। যদি অন্য সময় আগুন লাগতো তাহলে ভয়াভয় পিরিস্থির সৃষ্টি হতো।’’ তিনি অভিযোগ করে বলেন, ‘‘এই হাট মালিক বিভিন্নভাবে ব্যবসা কারর জন্য রেট বাড়িয়ে রাখে আর এই হাট ব্যবসায়ের সঙ্গে যারা যুক্ত তাদের কোনো পরিষেবা দিতে পারে না। তিনি বলেন আজ হাটের দিন আগুন লেগেছে বলে কিছুটা বাঁচোয়া। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই আগুন যদি মধ্যরাতে লাগতো তাহলে এই হাট সম্পূর্ণ ধংস হয়ে যেতো। যদি ঠিকঠাক পরিষেবা না দেয় তাহলে হাট মালিকের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হাট মালিকের গাফিতলির কারণে গরিব শ্রেণির ব্যবসাদাররা বিপাকে পড়তে পারেন। এর আগেও পোড়া হাটে দুবার করে আগুন লেগেছে। তিনি অভিযোগ করে বলেন, এই হাওড়া হাটের মধ্যে ১৪ টি হাট রয়েছে। আমাদের আশেপাশের হাট মালিকেরা সেই হাটগুলিতে একটুও নজর দেয় না। এখন থেকে নজর না দিলে ভবিস্যতে হাটগুলি নষ্ট হয়ে যাবে। এই হাটে সুরক্ষার ব্যবস্থা করতে হবে হাট মালিকদের। না হলে হাট মালিকের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে।’’
Comments :0