Tangra Building Salim

যারা বাড়ি বানিয়েছিল বাসিন্দাদের দায়িত্ব তাদেরই, ট্যাংরা প্রসঙ্গে সেলিম (দেখুন ভিডিও)

কলকাতা

মৃত্যুফাঁদ তৈরি হয়েছে প্রতি বর্গফুটের হিসেব মেনে। যখন বাড়ি তৈরি হচ্ছিল তখন কী পৌরসভা ঘুমাচ্ছিল? ট্যাংরায় বাড়ি ভাঙতে গিয়ে ফিরে আসা সংক্রান্ত এক প্রশ্নে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
বৃহস্পতিবার বইমেলায় যান সেলিম। ‘গণশক্তি’-র স্টলেও যান তিনি। সংবাদমাধ্যমের প্রশ্নে তিনি বলেন, কার থেকে কত টাকা কাকে দেবে, কার বাড়ি কে প্রমোটার কোনও হিসেব থাকছে না। তার সঙ্গে সিন্ডিকেট রাজ তো চলছেই। আজ যখন ভাঙতে যাচ্ছে, বিকল্প ব্যবস্থা তো থাকতে হবে। এরাই বাড়ি তৈরি করেছেন, এখন ভাঙছেন। এবার ফাঁদে পড়া মানুষকে উদ্ধারের দায়িত্ব এঁদেরই নিতে হবে।  
বিশদে দেখুন ভিডিও-তে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন