চলতি বছর সময়ের আগেই দেশে প্রবেশ করেছিল বর্ষা। নির্দিষ্ট সময়ের কিছু আগেই বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনই বৃষ্টি থামছে না। পূর্ব বিহারের এবং ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ রয়েছে। এর কারণেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলা গুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বাকি জেলা গুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙ, কালিম্পঙ, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর এই জেলা গুলিতে সতর্কতা রয়েছে। যার ফলে উত্তরের একাধিক নদীতে বেড়েছে জলস্তর। দার্জিলিঙ, কালিম্পঙ একধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে সক্রিয় রয়েছে যার জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলায় এই সপ্তাহে বৃষ্টি হবে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে উৎসবের দিনে বৃষ্টি হতে পারে। মৌসম ভবন জানাচ্ছে সেপ্টেম্বর মাসের শেষে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।
Comments :0