উৎসবে অনুভবে
মুক্তধারা
কবিতা
বন্ধুত্ব
-------------------------
অপূর্ব কোলে
-------------------------
৮ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
বয়স বাড়লে বোঝা যায়
প্রকৃত বন্ধুত্ব এক দুর্লভ নক্ষত্র
বয়স বাড়লে পরিসর ছোটো হতে হতে বিন্দুবৎ
আপনারা ছোটোদের আকাশ শেখান।
কাকে বলে গ্যালাক্সি,
কোনটা মঙ্গল,বুধ, ধ্রুব...
বয়স বাড়লে তারা
বিন্দু-নক্ষত্র থেকে খুঁজে নেবে আপনজন।
আকাশ তো পুরনো হয় না কোনোদিন...
Comments :0