Guskara Police

পুলিশের অমানবিক আচরণের বিরুদ্ধে গুসকরায় বিক্ষোভ মিছিল

জেলা

গুসকরায় পুলিশের অমানবিক আচরণের বিরুদ্ধে বৃহস্পতিবার মিছিল করে ডেপুটেশন দিলেন আউসগ্রামের বিক্ষুব্ধ সাধারণ মানুষ। গত সোমবার গুসকরা শহরে বাসস্ট্যান্ডের কাছে প্রদীপ দাস নামে এক লটারি বিক্রেতা ডাম্পারের ধাক্কায় নিহত হয় তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই রক্তাক্ত দেহাংশকে পুলিশ তাঁর পুত্রকে দিয়ে পরিষ্কার করানোয় গোটা এলাকাজুড়ে পুলিশের এই অমানবিক আচরণের বিরুদ্ধে ক্ষোভ ও ধিক্কার তীব্র আকার ধারণ করে। আউসগ্রাম পূর্ব এরিয়া, গুসকরা শহর ও গুসকরা পূর্ব এরিয়া কমিটি উদ্যোগে এদিন বিকালে এক বিশাল বিক্ষোভ মিছিল বিদ্যাসাগর মেমোরিয়াল হল থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডের পথসভায় এসে শেষ হয়। পথসভায় তিনটি এরিয়া কমিটির সম্পাদক এরফান শেখ, গৌতম রায় ও সুশান্ত ঘোষ বক্তব্য রাখেন। 
পুলিশকে আরো মানবিক এবং যত্নবান হওয়ার পাশাপাশি, সাধারণ পথচারীরা যাতে সহজে চলাচল করতে পারেন, রাস্তার মধ্যে যেখানে সেখানে পাথর বালি না রাখা, রাস্তায় যত্রতত্র যানবাহন দাঁড় করানোর বিরুদ্ধে লক্ষ্য রাখার আবেদন জানিয়ে বক্তব্য রাখেন। পুলিশের একাংশ চোরাই বালি পাথর বোঝাই ডাম্পারের কাছ থেকে টাকা ঘুষ নেওয়ার জন্য যেখানে সেখানে তাদের পিছনে ধাওয়া করার ফলে দুর্ঘটনা ঘটছে, সেগুলি যাতে না ঘটে তার দিকেও পুলিশকে নজর দেওয়ার আহবান জানান। পাশাপাশি জনবহুল রাস্তার উপর দিয়ে যাতে দিনের বেলায় বালি পাথরের ডাম্পার যাওয়া আসা করতে না পারে তার প্রতি যত্নবান হওয়ার আবেদন করেন। অবিলম্বে নিহতের পরিবার যাতে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ হাতে পায় সেদিকে পুলিশকর্তারা নজর দেবেন তার আশা প্রকাশ করেন।
পুলিশ অফিসারের কাছে রজত সরকার, পীযূষ পাল, আদিত্য মন্ডল ও অতনু ঘোষের একটি দল ডেপুটেশন দিয়ে পুলিশের এই অমানবিক আচরনের যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য পুলিশকে আরও সচেতন এবং সতর্ক থাকার অনুরোধ জানান। 

Comments :0

Login to leave a comment