ওড়িশার কলেজে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "বিজেপি সরকারের প্রশাসনিক ব্যবস্থার দ্বারা এই খুন।"
রাহুল লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে নির্যাতিতা কথা বলেছিলেন। তার কথায় কোন গুরুত্ব দেওয়া হয়নি। তাকে কোন সুরক্ষা দেওয়া হয়নি।"
বার বার যৌন হেনস্তার শিকার হয়েছেন অধ্যাপকের কাছে, কলেজের ভিতরেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। ঘটনা ঘটেছে ওড়িশার ফকির মোহন কলেজের। অভিযোগ কলেজের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সমীর কুমার সাউ একাধিক বার যিনি হেনস্তা করেছেন কলেজের ওই ছাত্রীকে। শনিবার অধ্যক্ষের কাছে গিয়ে অভিযোগ জানান ছাত্রী। আবেদন করেন অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার। কলেজের সিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে ওই ছাত্রী অধ্যক্ষের ঘর থেকে বেরিয়ে তার ঘরের সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনা যখন ঘটে তখন ওই কলেজের একজন ছাত্র তাকে বাঁচানোর চেষ্টা করেন। দুজনই গুরুত্বর ভাবে আহত হয়েছেন।
ভুবনেশ্বর এআইআইএমএস ভর্তি ছিলেন দুজন। দুজনের চিকিৎসার জন্য ১২ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূর্য জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গোটা বিষয়ের তদন্ত চলছে।
ওড়িশায় বিজেপি ক্ষমতায় আসার এক বছরের মধ্যে একাধিক নারী নির্যাতনের কথা সামনে এসেছে এর আগে গোপালপুর বিচে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন একজ ছাত্রী। সম্প্রতি একটি রিপোর্টেও দেখা গিয়েছে গত এক বছরে ওড়িশায় নারী নির্যাতনের ঘটনা বেড়েছে।
নির্যাতীতার সহপাঠীরা জানিয়েছেন একাধিক বার নির্যাতীতা অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। কেন কোন পদক্ষেপ নেওয়া হয়নি সেই নিয়েও উঠেছে প্রশ্ন।
Comments :0