SIR Howrah

সিপিআই(এম)’র বিএলএ-কে হেনস্তা তৃণমূলের, একাধিক বেনিয়ম, চিঠি হাওড়ার জেলা শাসককে

জেলা

মঙ্গলবার থেকে সারা রাজ্যের সাথে হাওড়া জেলাতেও শুরু হলো ভোটার তালিকার নিবিড় সংশোধন অভিযানের কাজ। মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় বিএলও’রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে এনুমারেশন ফরম দেওয়ার কাজ শুরু হয়েছে। বিএলও-দের সাথে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলএ থাকার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, কিন্তু মঙ্গলবার হাওড়া জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিএলও-দের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি নিয়ে যেতে দেখা গেছে। বিএলও’র সঙ্গে যাতে শাসক দলের প্রতিনিধি ছাড়া অন্য দলের প্রতিনিধিরা থাকতে না পারেন সেজন্য চাপ দেওয়া হয়। বিরোধী সিপিআই(এম) দলের প্রতিনিধিকে প্রকাশ্যে হেনস্তা এমনকি মারধরের ঘটনাও ঘটেছে। উনসানী সহ বহু এলাকায় বিএলও-কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার সকালে বালি বিধানসভা কেন্দ্রের ১৩ নম্বর বুথে বিএলও’র সঙ্গে সিপিআই(এম)’র বিএলএ বাড়ি বাড়ি যাওয়ার সময়ে আচমকাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা হেনস্তা করে। সিপিআই(এম)’র এই বিএলএ তোতোন ঘোষকে বিএলও-র সামনে প্রকাশ্যে হেনস্তা এমনকি মারধর করা হয়েছে। তাঁকে হুমকি দেয় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। সমস্ত ঘটনা জানিয়ে বিধানসভার ইআরও-কে লিখিত অভিযোগ করেন তোতোন ঘোষ।
দক্ষিণ হাওড়া বিধানসভার ২৮ নম্বর বুথে কমিশনের নিয়মকে অমান্য করে সাঁতরাগাছি থানার একজন সিভিক পুলিশকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে। তা নিয়ে প্রতিবাদ জানান সিপিআই(এম)’র বিএলএ।
এদিন সকালে উত্তর হাওড়া বিধানসভার ১১৫ বুথের বিএলও যখন এনুমারেশন ফরম বাড়ি বাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে বলেন যে বিধায়কের নির্দেশ মতো প্রথমে এলাকার ওযার্ড অফিসে যেতে হবে। তিনি যেতে অস্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোনে সমস্ত ঘটনা জানান। শিবপুর বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর বুথে নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও ভারতী ভক্ত রায়ের বদলে বুথের অন্য এক বাসিন্দা বৈশাখী সিকদার বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফরম দিতে থাকেন। সিপিআই(এম) বৈশাখী সিকদারের কাছে প্রয়োজনীয় নিয়োগ পত্র দেখতে চাইলে তা দেখাতে না পারায় ফরম দেওয়া বন্ধ হয়ে যায়। অভিযোগ জানানো হয় শিবপুর বিধানসভার ইআরও’কে। সমস্ত বেনিয়ম ও বিএলএ’কে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে  প্রয়োজনীয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ও সিইও’কে চিঠি দিয়ছেন সিপিআই(এম) জেলা সম্পাদক দিলীপ ঘোষ।

Comments :0

Login to leave a comment