Sanae Takaichi

জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক

জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শাসক দল রক্ষ্মণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)’র কট্টর জাতীয়তাবাদী নেত্রী সানায়ে তাকাইচি। তাঁর হাত ধরেই জাপানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো মঙ্গলবার। পার্লামেন্টের নিম্ন ও উচ্চ—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তিনি। এদিন অনুষ্ঠিত ভোটাভুটিতে নিম্নকক্ষে ২৩৭ ও উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন তাকাইচি। এলডিপি’র প্রাক্তন অর্থ মন্ত্রী ৬৪ বছর বয়সী তাকাইচি প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ এবং তাঁর মতোই কট্টর জাতীয়তাবাদী হিসেবে পরিচিত। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের গুণমুগ্ধ তাকাইচি নয়া উদারবাদী অর্থনীতির প্রবক্তা হিসেবেই পরিচিত। অতীতে শ্রমিকদের অধিকার খর্ব করে এমন বেশ কিছু মন্তব্য করেছেন তিনি। 
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ঈশিবা পদত্যাগ করেন। ওইদিন নিজের দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির দক্ষিণপন্থী অংশের চাপে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এর আগে গত জুলাই মাসে সংসদের ভোটে পরাজিত হয় শিগেরুর দল। তার পর থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে শিগেরুর পদত্যাগের দাবি উঠছিল। দলের মধ্যে নতুন নেতা নির্বাচন ও প্রয়োজনে শিগেরুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথাও হয়। কিন্তু তার আগেই পদত্যাগ করেন শিগেরু। এলডিপি’র নেতা নির্বচনে জন্য ভোট হয়। ওই নির্বাচনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন তাকাইচি। এদিন জাপানে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এলডিপি’র প্রথম মহিলা নেত্রী প্রধানমন্ত্রী হলেন। এদিন জাপানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Comments :0

Login to leave a comment