Student Death

ছাত্রের অস্বাভাবিক মৃত্যু,বিক্ষোভ পথ অবরোধ পুরুলিয়ায়

জেলা

কান্নায় ভেঙে পড়েছেন ছাত্রের পরিবার।

পুরুলিয়ায় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু।‌ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ছাত্রের নাম শম্ভু কুম্ভকার(১৪)। পুরুলিয়ার কেন্দা এলাকার বাসিন্দা। কেন্দায় অবস্থিত রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরে নবম শ্রেণিতে পড়তো সে। রবিবার রাতে ওই আবাসিক বিদ্যালয় থেকে স্কুল কর্তৃপক্ষ শম্ভু কুম্ভকারকে স্থানীয় চাকোলতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। 
মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের কর্তৃপক্ষ কিছুই জানায়নি। তাদের না জানিয়ে হাসপাতালে নিয়ে যায়। ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই খবর জানতে পারি এলাকার বাসিন্দাদের কাছে।‌ খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি ছেলের মৃত্যু হয়েছে। কি হয়েছিল ছেলের সেটাও জানতে পারিনি।‌ 
বিদ্যালয়কে কাঠগড়ায় তুলে সোমবার সকালে পরিবারের লোকজন ও স্থানীয় মানুষ বিদ্যালয়ের মূল গেটের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। কেন্দা-টামনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ। গোটা পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদে বোঝানোর চেষ্টা করে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

Comments :0

Login to leave a comment