Sukanta birth centenary

সুকান্ত জন্মশতবর্ষ উৎযাপন রানিগঞ্জে

জেলা

সুকান্ত ভট্টাচার্য'র জন্মশতবর্ষে রানিগঞ্জে আলোচনা করছেন সাহিত্যিক বিপ্লব গঙ্গোপাধ্যায়। ছবি- মলয়কান্তি মণ্ডল।

ক্রান্তিকালের কবি সুকান্ত ভট্টাচার্য'র কবিতা ও রচনায় শোষিত বঞ্চিত মানুষের কথা ফুটে উঠেছে। তিনি আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করতেন। তাঁর কবিতা ও দর্শন এই অন্ধকার সময়ে আমাদের আলোকবর্তিকা। তিনিই রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকালের স্বপ্ন দেখিয়েছেন। সুকান্ত ভট্টাচার্য'র জন্মশতবর্ষ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ রানিগঞ্জ আঞ্চলিক কমিটি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন সাহিত্যিক বিপ্লব গঙ্গোপাধ্যায়। রানিগঞ্জ কয়লা শ্রমিক ভবনে শনিবার কবির জন্মশতবর্ষে "নেই অমরত্বের লোভ" শীর্ষক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা যুগ্ম সম্পাদক অনুপ মিত্র ও অঞ্চল কমিটির সম্পাদক অভিজিৎ খাঁ। সভা পরিচালনা করেন অসিতাভ দাশগুপ্ত। অনুষ্ঠানের শুরুতেই কচিকাঁচা শিল্পীরা সুকান্তের কবিতা ও সঙ্গীত পরিবেশন করে। বর্তমান প্রজন্মের কাছে সুকান্ত চর্চা গড়ে তোলার কথা জানান উদ্যোক্তারা।

Comments :0

Login to leave a comment