Tea Bonus

উৎসবের চার সপ্তাহ আগে বোনাস, দাবিপত্র চা শ্রমিক আন্দোলনের

রাজ্য জেলা

দাবিপত্র পেশ করে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।

শারদ উৎসবের চার সপ্তাহ আগে ২০ শতাংশ হারে দিতে হবে চা বাগানে বোনাস। এই দাবিতে শুক্রবার পেশ হয়েছে চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের দাবিপত্র। মালিকদের সংগঠনের কাছে দাবিপত্র পেশ হয়েছে এদিন। ১০ আগস্টের মধ্যে বোনাসের জন্য বৈঠক ডাকার দাবিও জানানো হয়। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এবারের বোনাসের মিটিং ২৮  আগস্ট অনলাইনে এবং ৬-৭ সেপ্টেম্বর কলকাতায় রাখা হয়েছে। একেবারে শারদ উৎসবের মুখে এই সভায় কোনও সিদ্ধান্ত না হলে উৎসবের আগে বোনাস থেকে বঞ্চিত হবেন। আগের বছর বোনাস ১৬ শতাংশ হারে প্রদান করা হয়েছিল এ নিয়ে শ্রমিকদের মধ্যে যথেষ্ট ক্ষোভ ছিল। 
এদিন দাবিপত্র দেন সিআইটিইউ নেতা কৃষ্ণ সেন সহ ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। 
শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়ার দাবিতে গত মাসের শেষ দিন থেকে পরপর ৩ দিন জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড়, ময়নাগুড়ির রামসাইয়ের যাদবপুর চা বাগানে গেট মিটিং হয়।  উত্তরবঙ্গের চা শ্রমিকদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের ডাকে এই সভা হয়। দ্রুত বোনাস মিটিং না ডাকা হলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছে জয়েন্ট ফোরাম। 
এছাড়াও চা বাগানের শ্রমিকদের ছাতা, ত্রিপল, জ্বালানি, ঘর সারানোর টাকা দ্রুত দেওয়ার দাবি উঠে আসে গেট মিটিংয়ে।  উত্তরবঙ্গের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরি, এবং দখলীকৃত জমির পাট্টা দ্রুত দেওয়ার দাবি জানানো হয় এই মিটিং থেকে।  
ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন বা মালিকদের সংগঠন আইটিপিএ’র দপ্তরে দাবি জানানোর পর চা বাগান মজদুর ইউনিয়নের জলপাইগুড়ি রিজিওনাল কমিটির সম্পাদক প্রফুল্ল লাকড়া জানান, প্রতি বছরই বিভিন্ন অজুহাতে বোনাস কমিয়ে দেওয়ার চেষ্টা করে মালিকপক্ষ। এবছর কোনভাবেই ২০ শতাংশের নিচে বোনাস মেনে নেওয়া হবে না।

Comments :0

Login to leave a comment