WEATHER

নিম্নচাপ সরে গিয়েছে বাংলা থেকে, কিন্তু বৃষ্টি চলবে কত দিন?

রাজ্য কলকাতা

নিম্নচাপের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বঙ্গে। নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে ধীরে ধীরে বিহার ও ঝাড়খণ্ড দিকে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। শনিবার সকাল থেকে উত্তর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপর কেন্দ্রীভূত হয়েছে। এটি উত্তর-ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশ জুড়ে প্রায় পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। রবিবার এই নিন্মচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের থেকে  ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত। যার জেরে রাজ্যে চলবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় বিক্ষপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ বঙ্গে আগামী সোমবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত চলবে। দুই ২৪ পরগনা, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও পুরুলিয়ায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। বৃষ্টির সাথে বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকবে হওয়ার গতিবেগ। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি। দুই বর্ধমান বীরভূম হুগলি নদীয়া মুর্শিদাবাদে হবে ভারী বৃষ্টিপাত। কলকাতা সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। বাতাসে জলীয়বাষ্প বেশিথাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি।

উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টি যাবে। কালিংপঙ, কোচবিহার, দার্জিলিঙ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বৃষ্টি হওয়ার সম্ভাবনা  রয়েছে মালদা ও উত্তর দিনাজপুর জেলায়। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কমবে উত্তরবঙ্গে। কিন্তু বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলেই পূর্বাভাস হয় অফিসের।

Comments :0

Login to leave a comment