Indo-US Trade

৩ লক্ষ কোটির উদ্বৃত্ত আমেরিকার, বৈঠকের আগেও চুপ ভারত

আন্তর্জাতিক

বাণিজ্য বৈঠকের মুখে ফের ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিল আমেরিকা। মঙ্গলবার ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতার নতুন পর্বে বৈঠক হতে চলেছে। 
সোমবার হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, ‘‘আলোচনার টেবিলেই বসতে হচ্ছে ভারতকে।’’ এই নাভারোই গত সপ্তাহে বলেছিলেন, ‘‘শর্ত নাম মানলে ভারতের পক্ষে ভালো হবে না।’’
রাশিয়ার থেকে তেল আমদানির কারণ দেখিয়ে ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। আমদানি শুল্ক মোট হয়েছে ৫০ শতাংশ। আগস্টে গত ৯ মাসে আমেরিকায় ভারতের রপ্তানি হয়েছে সবচেয়ে কম। 
ভারতের বাণিজ্য মন্ত্রকের বিশেষ আধিকারিক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে মঙ্গলবার আলোচনায় বসছে প্রতিনিধিদল। আমেরিকা থেকে আসছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। শুল্ক কমানোর পাশাপাশি ভারতকে এখন আমেরিকা চাপ দিচ্ছে ভুট্টার মতো কৃষি পণ্য এবং দুগ্ধজাত পণ্যের বাজার খুলে দিতে। 
আগরওয়াল এদিন দিল্লিতে বলেছেন, ‘‘আমেরিকার সঙ্গে ‘ফাস্ট ট্র্যাক’ বাণিজ্য আলোচনা চলছে।’’ 
বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা হিসেবের তোয়াক্কা না করে ভারতের ওপর চাপ দিচ্ছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত আগস্টেই বলেছেন যে ভারতের সঙ্গে বাণিজ্যে আমেরিকার ঘাটতি ৪৫ বিলিয়ন ডলার। 
বিশেষজ্ঞরা বলছেন, ভারতে শাখা খুলে বিপুল ব্যবসা করে আমেরিকাতেই টাকা পাঠাচ্ছে সেদশের বহুজাতিক বিভিন্ন সংস্থা। সেই হিসেব ট্রাম্প করছেন না। দেখা যাচ্ছে আসলে ভারতের ঘাটতি রয়েছে ৩৫-৪০ বিলিয়ন ডলার। যার অর্থ ভারতের ঘাটতি প্রায় ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকা। উলটো দিকে আমেরিকার বাণিজ্য উদ্বৃত্ত এই অঙ্কই। 
বাণিজ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান জিটিআরআই’র হিসেব, গুগল, মেটা, আমাজন, অ্যাপল, মাইক্রোসফটের মতো আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থাগুলিই ভারতে ব্যবসা থেকে সেদেশে পাঠায় ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকার উদ্বৃত্ত। কিন্তু নরেন্দ্র মোদী সরকার পালটা এই তথ্য তুলে চাপ দিচ্ছে না ট্রাম্প প্রশাসনকে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন