জাতি সংঘর্ষে বিধ্বস্ত মণিপুরের মানুষদের সঙ্গে কথা বলতে, তাঁদের দুরবস্থা জানতে ফের সেখানে যাচ্ছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে এক প্রতিনিধি দল মণিপুর পৌঁছাচ্ছে শুক্রবার। রবিবার পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন। ইয়েচুরি ছাড়াও প্রতিনিধি দলে থাকছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জীতেন্দ্র চৌধুরি, সুপ্রকাশ তালুকদার, দেবলীনা হেমব্রম। হিংসাদীর্ণ এলাকার পাশাপাশি চুরাচাঁদপুর, মইরঙ, ইম্ফলের আশ্রয় শিবিরেও যাবেন নেতৃবৃন্দ। ইম্ফলে রাজভবনে গিয়ে রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে দেখা করবেন তাঁরা। নাগরিক সমাজের একাধিক প্রতিনিধির সঙ্গেও নেতৃবৃন্দ কথা বলবেন।
পরে বৃহস্পতিবারই নবাদিল্লিতে এক সংবাদমাধ্যমকে ইয়েচুরি জানিয়েছেন, ‘‘মণিপুরে তিন মাসেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। বহু প্রাণহানি হয়েছে, বহু মানুষ আজও ঘরছাড়া। আমরা ওখানে গিয়ে ওই ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি সংহতি জানাবো। তাঁদেরকে বলবো যে, গোটা দেশ তাঁদের পাশে আছে। আমরা একই পরিবারভুক্ত। এই পরিস্থিতি থেকে তাঁদের মুক্তি দিতে যথাসম্ভব সাহায্যের চেষ্টা চালাবো আমরা। এতদিন পর্যন্ত ডবল ইঞ্জিন সরকার কোনও সমস্যার সমাধান করতে পারেনি, দিশাও দেখাতে ব্যর্থ। ফলে সমস্যা থেকেই গিয়েছে।’’
Manipur violence
মণিপুরে আজ ইয়েচুরি

×
Comments :0