Gaza Aid

ত্রাণ নেই, গাজায় ক্ষুধার মাত্রা বাড়ছে আরও

আন্তর্জাতিক

অবরোধ শিথিল করার ঘোষণা করেছে ইজরায়েল। কিন্তু আটচল্লিশ ঘন্টা পরেও গাজায় পৌঁছাচ্ছে না ত্রাণ। 
টানা এগারো সপ্তাহ অবরোধ চালানোর পর গত রবিবার খানিক ত্রাণ গাজায় ঢুকতে দিতে সম্মতি জানায় ইজরায়েল। তবে রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে গাজার বাসিন্দাদের মধ্যে আদৌ বিতরণ করা যাচ্ছে না ত্রাণ।
প্যালেস্তাইনে ত্রাণ বিষয়ক রাষ্ট্রসঙ্গের বিভাগ ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাড়িতে কয়েক ঘন্টার দূরত্ব গুদামের। সেখানে খাদ্য মজুত করা হচ্ছে। তবে বাসিন্দাদের কাছে এখনও পৌঁছে দেওয়া যায়নি। 
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টি আবার পরিস্থিতির জন্য দায়ী করেছে গাজার প্রতিরোধী সংগঠন হামাসকে। লিকুদের অন্যতম নেতা মাইকেল ক্লেইনার সংবাদ প্রতিষ্ঠান বিবিসি-কে বলেছেন, হামাস যাতে ত্রাণ লুট করতে না পারে তার জন্য সতর্কতা নেওয়া হচ্ছে। 
গত দু’দিনে প্রায় ২০০ প্যালেস্তিনীয় গাজায় নিহত ইজরায়েলের অবিরাম বোমায়। আকাশ এবং মাটি থেকে চলছে হামলা। ব্রিটেনের উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান বলেছেন যে ক্ষুধাকে আক্রমণের হাতিয়ার করেছে ইজরায়েলের।   
গাজার প্রশাসন জানিয়েছে ইজরায়েল বিভিন্ন হাসপাতালের জেনারেটর লক্ষ্য করে গোলা ফেলছে। যাতে টিকে থাকা সামান্য পরিষেবার ব্যবস্থাও ধ্বংস হয়ে যায়।

Comments :0

Login to leave a comment