অভিবাসী তাড়ানোর দাবিতে বিক্ষোভ এবং পালটা বিক্ষোভ চলছে ব্রিটেনে। একাধিক শহরে উত্তেজনা দেখা দিচ্ছে বলে জানাচ্ছে সেদেশের একাধিক সংবাদমাধ্যম।
শনি ও রবিবার দেশের ৩০ জায়গায় বিক্ষোভ এবং পালটা বিক্ষোভ হওয়ার কথা। এর মধ্যে ব্রিস্টলের ক্যাসল পার্কে নামাতে হয়েছে ঘোড়সওয়ার পুলিশ বাহিনীকে।
এসেক্সের এপিংয়ের বেল হোটেলে বিভিন্ন দেশের আশ্রয়প্রার্থীদের সাময়িক আবাসের সামনে হয়েছে বিক্ষোভ। চলতি বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে অভিবাসীদের আশ্রয়স্থল এই হোটেল।
অভিবাসীদের বিরুদ্ধে এক অংশ বিক্ষোভ নামতেই শুরু হয় পালটা বিক্ষোভ। পালটা বিক্ষোভ থেকে স্লোগান ওঠে ‘অতি দক্ষিণপন্থী জিগির বন্ধ কর’। সোশাল মিডিয়ায় প্রচারও চালাচ্ছে দু’পক্ষই।
ব্রিটেনের বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা এবং সাংসদ জেরেমি করবিন বলেছেন, ‘‘এই সব হোটেলে যাঁরা রয়েছেন তাঁরা মানুষ। তাঁরা আশ্রয় চাইছেন। তাঁরা সহায়তা চাইছেন। এঁরাই একদিন হয়তো আমাদের এখানে শিক্ষকতার কাজ করবেন, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ক্যাব চালকের কাজ করবেন। তাঁদেরকেই আমরা কেউ কেউ দানবের মতো করে দেখাতে নেমেছি। এই প্রবণতা উদ্বেগের। এই প্রবণতা ঠেকানো প্রয়োজন।’’
বেল হোটেলের এক আবাসিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে এই পর্বের উত্তেজনা ছড়িয়েছে বলে জানাচ্ছে ব্রিটেনের সংবাদমাধ্যম। এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে সেই আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে। তার জেরে হাইকোর্ট বেল হোটেলে অভিবাসীদের রাখার বিরুদ্ধে রায় দেয়।
ব্রিটেনের সরকার এই রায়ের বিপক্ষে আবেদন জানাতে ইচ্ছুক বলে জানিয়েছে। কিন্তু এই ‘এপিং রায়’ ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। লিডস, কারডিফ, লিভারপুল, নিউ ক্যাসলে হাতাহাতিতে জড়িয়েছে দু’পক্ষ।
লিভারপুলে স্লোগান উঠেছে ‘রাস্তা থেকে নাৎসীদের হটাও। পুলিশ দু’পক্ষের মাঝে ব্যারিকেড গড়ার চেষ্টা করছে।
Immigrant Protest Britain
অভিবাসী বিরোধী বিক্ষোভ, পালটা প্রতিবাদে উত্তেজনা ব্রিটেনে

×
Comments :0