AI and Far Rightinst Forces

এআই দখল করছে দক্ষিণপন্থা, আলোচনা সভায় নতুন লড়াইয়ের অভিমুখ

কলকাতা

আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলে বলছেন অধ্যাপিকা নন্দিতা রায়।

“কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের মতো চিন্তা করতে পারে না। সমস্ত উত্তর আসলে নির্ভর করে সেই তথ্য ভান্ডারের উপরে, যা তাকে দেওয়া হয়। আর সেই তথ্য ভান্ডারের অধিকাংশই হল পুঁজিবাদের ভাষা, ডানপন্থার রাজনীতি, পিতৃতন্ত্র ও নারীবিদ্বেষ।” 
আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলে অনুষ্ঠিত এক নাগরিক সভায় একথা বললেন আইআইএম কলকাতার অধ্যাপিকা নন্দিতা রায়।
সভাটির আয়োজন করে দক্ষিণেশ্বর-আড়িয়াদহ নাগরিক সমাজ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক শ্রী তাপস সিনহারায়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি।
অধ্যাপিকা রায় এআই-এর বিভিন্ন প্রযুক্তির দিক তুলে ধরেন—বিভিন্ন মডেল, কোডিং, ওপেন সোর্স বনাম ব্ল্যাক বক্স প্রসঙ্গে বক্তব্য জানান। 
তিনি বলেন, “এআই যতই নিরপেক্ষ মনে হোক, আসলে সেটা নিরপেক্ষ নয়। আজকের সমাজে শাসক শ্রেণি যত বেশি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে, এআই ততই সেই আধিপত্যকে প্রতিধ্বনিত করছে। দক্ষিণপন্থীরা নিজেদের তথ্য ভান্ডার বাড়াচ্ছে। তাদের মতাদর্শ অনুসারী তথ্যই এআই-কে নিয়ন্ত্রণ করছে।”
এই অধ্যাপিকার বক্তব্য, বামপন্থী শক্তি এবং বিশেষত বাংলা ভাষার প্রগতিশীল লেখালিখি ও তথ্য ভান্ডারকে এআই-এর জগতে পৌঁছে দেওয়া এখন জরুরি কাজ। আমাদের লেখা, আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম যদি এই তথ্য ভান্ডারে প্রবেশ না করে, তবে এই প্রযুক্তি সম্পূর্ণভাবে প্রতিক্রিয়াশীল শক্তির দখলে চলে যাবে।
সভায় সিদ্ধান্ত হয়, নাগরিক সমাজের উদ্যোগে এ ধরনের আরও আলোচনা সভা চালিয়ে যাওয়া হবে। যাতে প্রযুক্তি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং পুঁজিবাদের বিকল্প তথ্য ভাণ্ডার গড়ে তোলার কাজকে এগিয়ে নেওয়া যায়।

Comments :0

Login to leave a comment